ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলুর কেজি ৪০

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে শাকসবজি ও প্রয়োজনীয় নিত্যপণ্যের দাম। এরমধ্যে দাম বেড়েছে বারোমাসি ফসল আলুর। করোনাকালে ত্রাণের সঙ্গে আলু ব্যবহার হওয়া এবং উৎপাদন মৌসুমে রপ্তানি বেশি হওয়ায় বাজারে আলুর দাম সর্বকালের রেকর্ড গড়েছে।

সপ্তাহের ব্যবধানে এ পণ্যটির দাম বেড়েছে মানভেদে ৪ টাকা থেকে ৯ টাকা পর্যন্ত। আর এক বছরে দাম বেড়েছে প্রায় ৬৭ শতাংশ।

এদিকে আলুর দাম আরও বাড়তে পারে আশঙ্কা করছেন কোল্ড স্টোরেজ মালিকরা। এজন্য তারা বাজারে আলুর সরবরাহ কমিয়ে দিয়েছেন।

বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের পরিচালক ও এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, বিগত বছরে আলুচাষি ও কোল্ড স্টোরেজের মালিকরা বিপুল পরিমাণ টাকা লোকসান দিয়েছেন। এ কারণে চলতি বছর আলু উৎপাদন কম হয়েছে।

এছাড়া চলতি বছর উৎপাদন মৌসুমে বিপুল পরিমাণ আলু নেপালে রপ্তানি হয়েছে।

অপরদিকে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সারা দেশেই সরকার, বিভিন্ন ব্যক্তি ও সংস্থা ত্রাণ কার্যক্রম শুরু করে। এসব ত্রাণের মধ্যে আলুও সরবরাহ দেওয়া হয়। ফলে আলুর ঘাটতি দেখা দেয়। চলতি বছর আলুর যে দাম বাজারে রয়েছে, বিগত কয়েক বছরেও এমন মূল্য হয়নি।

রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, এক বছর আগে রাজধানীর খুচরা বাজারগুলোয় প্রতিকেজি আলুর দাম ছিল ২০ থেকে ২৫ টাকা। গতকাল আলু বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪০ টাকায়। এ হিসাবে বছরের ব্যবধানে পণ্যটির দাম প্রায় ৬৭ শতাংশ বেড়েছে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন