আর্ন্তজাতিক বাজারে কমেছে দুগ্ধপণ্যের বৈশ্বিক গড় মূল্যসূচক। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রার্দুভাবে দেশে দেশে টানা লকডাউন, চাহিদার পতন ও আমদানি – রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় চলতি বছরের শুরু থেকে দীর্ঘ সময় দরপতনের মধ্যে দিয়ে যাচ্ছে এ পণ্যটির বাজার। তবে মে মাসের সমাপ্তিতে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল বাজার পরিস্থিতি, যা জুলাইয়ের মধ্যভাগ পর্যন্ত অব্যাহত ছিল।
এরপর ফের মন্দার মুখে পড়ে দুগ্ধপণ্যের আন্তর্জাতিক বাজার। নিউজিল্যান্ডে জুলাইয়ের শেষে অনুষ্ঠিত একটি, আগস্টের পরপর দুটি ও সেপ্টেম্বরে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক নিলামে দুগ্ধপণ্যের গড় মূল্যসূচক টানা ঋণাত্মক ছিল। গ্লোবাল ডেইরি ট্রেড (জিডিটি) অকশনের প্রাইস ইনডেক্স বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
জিডিটি অকশনে সর্বশেষ চাঙ্গা ভাব দেখা গেছে ৭ জুলাই অনুষ্ঠিত নিলামে। ওই নিলামে দুগ্ধপণ্যের বৈশ্বিক গড় মূল্যসূচক আগের নিলামের তুলনায় ৮ দশমিক ৩ শতাংশ বেড়েছিল। এরপর থেকে আন্তর্জাতিক নিলামে দুগ্ধপণ্যের গড় মূল্যসূচক ক্রমান্বয়ে কমে এসেছে।
এ ধারাবাহিকতায় ২১ জুলাই অনুষ্ঠিত নিলামে এ সূচকমান আগের নিলামের তুলনায় কমে দশমিক ৭ শতাংশ। আগস্টে দুটো নিলাম অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট অনুষ্ঠিত নিলামে দুগ্ধপণ্যের বৈশ্বিক গড় মূল্যসূচক আগের নিলামের তুলনায় ৫ দশমিক ১ শতাংশ কমে যায়।
পরবর্তী নিলাম অনুষ্ঠিত হয় ১৮ আগস্ট। ওই নিলামে দুগ্ধপণ্যের বৈশ্বিক গড় মূল্যসূচক আগের নিলামের তুলনায় আরো ১ দশমিক ৭ শতাংশ কমে যায়।
সর্বশেষ ১ সেপ্টেম্বরের নিলামে দুগ্ধপণ্যের বৈশ্বিক গড় মূল্যসূচক আগের নিলামের তুলনায় আরো ১ শতাংশ হ্রাস পেয়েছে।
আনন্দবাজার/ইউএসএস