ঢাকা | মঙ্গলবার
১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রেকর্ড গড়েছে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন

করোনার সংকটকালে মোবাইল ব্যাংকিং লেনদেন বেড়েছে। খুব সহযে দেশের যে কোন প্রান্তে টাকা পাঠানোর সুবিধা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। এর ফলে মোবাইল ব্যাংকিংয়ের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। জুলাই মাসে ৬০ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে। অন্যদিকে মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহক সংখ্যা ছাড়িয়েছে ৯ কোটি ২৫ লাখ।

বাংলাদেশ ব্যাংকের মোবাইল আর্থিক সেবার (এমএফএস) পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, দেশে মোট ১৫টি ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের সাথে জড়িত আছে। ২০২০ সালের জুলাই মাস শেষে মোবাইল ব্যাংকিংয়ে নিবন্ধিত গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ৯ কোটি ২৫ লাখ ৭৩ হাজারে। অন্যদিকে মোবাইল ব্যাংকিং এজেন্টের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩ হাজার ৫ জনে।

চলতি বছরের জুলাইয়ে মোট ৩১ কোটি ৪ লাখ ৪২ হাজার ৩৮০টি লেনদেনের মাধ্যমে ৬২ হাজার ৯৯৯ কোটি টাকা লেনদেন হয়েছে মোবাইল ব্যাংকিংয়ে। জুলাই থেকে এ পর্যন্ত প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে দুই হাজার ৩২ কোটি ২৪ লাখ টাকা। মাসজুড়ে মোবাইল ব্যাংকিং হিসাবগুলোতে টাকা জমা পড়েছে ১৭ হাজার ৫৮ কোটি টাকা। এ সময়ে উত্তোলন করেছে ১৯ হাজার ১৪৬ কোটি টাকা।

এ ব্যাপারে এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ’র হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার বলেছেন, কয়েকটা কারণে মোবাইল ফাইন্যান্সের লেনদেন বেড়েছে। করোনার প্রভাবে বন্ধ থাকা ব্যবসা-বাণিজ্য খোলা, ঈদকেন্দ্রিক কেনাকাটার লেনদেন ও সরকারের বেশ কিছু পদক্ষেপের কারণে লেনদেন বেড়েছে।

উল্লেখ্য, বর্তমানে মোবাইল ব্যাংকিংয়ে শুধু লেনদেন নয়, যুক্ত হচ্ছে বিদ্যুৎ, গ্যাস, পানির বিল অর্থাৎ সেবা মূল্য পরিশোধ, কেনাকাটার বিল পরিশোধ, বেতন-ভাতা প্রদান, বিদেশ থেকে টাকা পাঠানো অর্থাৎ রেমিট্যান্স প্রেরণসহ বিভিন্ন সেবা।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন