ঢাকা | মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু শিল্পনগরে বড় বিনিয়োগের স্বপ্ন দেখছে বেপজা

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) নিয়ন্ত্রিত দেশের আট ইপিজেডে ২০১৫-১৬ অর্থবছরে দেশি-বিদেশি বিনিয়োগ এসেছিল ৪০ দশমিক ৪৩ কোটি ডলার। আর সর্বশেষ ২০১৯-২০ অর্থবছরে এই বিনিয়োগ কমে দাঁড়িয়েছে ২৭ দশমিক ৫৬ কোটি ডলারে।

বেপজায় বিনিয়োগ কমার পেছনের মূল কারণ উদ্যোক্তাদের চাহিদা থাকা ইপিজেডগুলোতে জমি স্বল্পতা। তবে মিরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্পনগরে এক হাজার ১৫০ একরের ‘বেপজা অর্থনৈতিক অঞ্চল’ ঘিরে নতুন বিনিয়োগ বিপ্লবের স্বপ্ন দেখছে বেপজা। আগামী বছরের শুরুর দিকেই এই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের প্লট বরাদ্দ দেওয়া শুরু হবে বলে আশা করছে বেপজা কর্তৃপক্ষ।

বেপজা সূত্র জানায়, বর্তমানে দেশের আটটি ইপিজেডে বাংলাদেশসহ ৩৮টি দেশের ৪৭৩টি কারখানা উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে। এ ছাড়া বাস্তবায়নাধীন আছে আরো ১১১টি শিল্প-কারখানা। এসব কারখানায় বিনিয়োগ এসেছে ৫১৬ কোটি মার্কিন ডলার এবং এ পর্যন্ত কর্মসংস্থান হয়েছে প্রায় পাঁচ লাখ বাংলাদেশির। জাতীয় রপ্তানিতে দেশের ইপিজেডের অবদান প্রায় ১৮ শতাংশ।

বৃহৎ আয়তনের পাশাপাশি অবস্থান ও পরিবেশগত কারণে এই অর্থনৈতিক অঞ্চল নিয়ে বেপজার প্রত্যাশা আকাশ চুম্বী। এ ছাড়া দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে ব্যাপক সাড়ার কারণে প্লট বরাদ্দেও বাছ-বিচার করবে বলে বেপজা সংশ্লিষ্ট সূত্র জানায়। বিশেষ করে প্রযুক্তিনির্ভর কারখানা স্থাপনে বিনিয়োগকারীদের উৎসাহ দেওয়া হবে। বিনিয়োগের ক্ষেত্রে জাপান ও দক্ষিণ কোরিয়াকে যেমন প্রাধান্য দেওয়া হবে তেমনি গার্মেন্টের তুলনায় লেদার, প্রযুক্তিনির্ভর ভারী শিল্পকে অগ্রাধিকার দেওয়া হবে।

 

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন