অর্থনৈতিকভাবে বাংলাদেশ বিশ্বের মধ্যে ৪১তম হলেও ক্ষুদ্রঋণের উদ্ভাবক ও ক্ষুদ্রঋণের চারণভূমি হল বাংলাদেশ। তাই বাংলাদেশের কাছ থেকে ক্ষুদ্র অর্থায়ন বা মাইক্রো ফিন্যান্স শিখতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ-সৌদি আরব যৌথ কমিশন সভায় তারা এ আগ্রহ প্রকাশ করেছে।
বিষয়টি সানন্দে গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে ব্যবস্থা নিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যপ্রাচ্য শাখা-১ থেকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে চিঠি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক অভিজ্ঞতা শেয়ার করার ব্যাপারটিতে সম্মতি জানিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে সৌদি সরকারকে এ ব্যাপারে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এ দুটি প্রতিষ্ঠান সৌদি সরকারকে ক্ষুদ্র অর্থায়ন কিভাবে পরিচালিত হয় তা শেখাবে।
এ বিষয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অমলেন্দু মুখার্জী বলেন, ‘আমরা অর্থ মন্ত্রণালয় থেকে একটি চিঠি পেয়েছি। এখন সৌদি সরকারের কাছ থেকে চিঠি পেলে আমরা তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করব।’
আনন্দবাজার/ইউএসএস