ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পুঁজিবাজার থেকে আগস্টে রাজস্ব আয় বেড়েছে ৫ কোটি ৮২ লাখ টাকা

আগস্টে মাসে পুঁজিবাজার থেকে সরকারের রাজস্ব আহরণের পরিমাণ বাড়ছে। জুলাই মাসের তুলনায় এই মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের রাজস্ব আয় বেড়েছে। গত মাসে সরকার ৫ কোটি ৮২ লাখ ১৩ হাজার ৮০৮ টাকা বেশি রাজস্ব পেয়েছে। ডিএসইর সূতে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, আগস্ট মাসে সাধারন বিনিয়োগকারী অর্থাৎ ব্রোকারেজ হাউজের মাধ্যমে লেনদেন ও উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রি থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ২৪ কোটি ৬১ লাখ ৭৯ হাজার ৩৪০টাকা।

এর মধ্যে সাধারণ বিনিয়োগকারী অর্থাৎ ব্রোকারহাউজের লেনেদেন থেকে রাজস্ব আয় হয়েছে ১৮ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৪৬৩ টাকা। অন্যদিকে উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রি থেকে আয় হয়েছে ৬ কোটি ৮ হাজার ৮৭৭ টাকা।

জুলাই মাসে ২ প্রকার লেনদেন থেকে সরকারের আয় হয়েছিলো ১৮ কোটি ৭৯ লাখ ৬৫ হাজার ৫৩২ টাকা। এর মধ্যে বিনিয়োগকারীদের লেনদেন থেকে আয় হয়েছে ১২ কোটি ৭৯ লাখ ৭২ হাজার ৬৬৫ টাকা। আর উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রি থেকে রাজস্ব আয় হয়েছে ৫ কোটি ৯৯ লাখ ৯২ হাজার ৮৬৭ টাকা।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন