ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দারিদ্র্যমুক্ত, শিক্ষিত জাতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী

দারিদ্র্যমুক্ত, শিক্ষিত, উন্নত, যোগ্য ও সমৃদ্ধ জাতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাভারের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দের (বিপিএটিসি) নকশা ও পরিকল্পনার অনুমোদনের বৈঠকে বুধবার এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন।

তিনি বলেন, আমরা দারিদ্র্যমুক্ত, শিক্ষিত, উন্নত, দক্ষ, সমৃদ্ধ বাঙালি জাতিকে জ্ঞানের মাধমে গড়ে তুলব এবং জাতির পিতার স্বপ্ন পূরণ করব। জাতির পিতা দেশকে স্বাধীন করেছেন এবং সরকার স্বাধীন দেশ ও জাতিকে সঠিকভাবে গড়ে তুলতে চায়।

তিনি বলেন, বিশ্ব এগিয়ে চলেছে, আমরা অগ্রসরমান বিশ্বের সাথে এগিয়ে যেতে চাই, জাতির পিতার স্বপ্ন ছিল দেশ উন্নত ও সমৃদ্ধ হবে এবং মাথা উঁচু করে বিশ্ব অঙ্গনে চলবে, আমরা দেশকে সেভাবেই গড়তে চাই।

প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন টিএসসি, পাবলিক লাইব্রেরি, জাতীয় জাদুঘর এবং শিক্ষার্থীদের হল ও পুকুরগুলোর দ্রুত মেরামত ও সংস্কারের ওপর জোর দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় এখন বন্ধ থাকায় আমরা দ্রুত এই কাজগুলো শুরু এবং দ্রুত সম্পন্ন করতে পারি।

বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) নির্মিতব্য ২০ তলা বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ও প্রশাসনিক ভবনের নকশা এবং ময়মনসিংহ বিভাগীয় সদর দপ্তর নির্মাণের পরিকল্পনার অনুমোদন দেন।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন