ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

এখনই ট্রেনের ভাড়া বাড়ছে না : রেলমন্ত্রী

এখনই যাত্রীবাহী ট্রেনের ভাড়া বাড়ছে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। সোমবার রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের ৫০টি ব্রডগেজ ও ৭৫টি মিটারগেজ লাগেজ ভ্যান ক্রয়ের চুক্তিপত্র সই অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এ কথা বলেন।

এ সময়ে তিনি বলেন, করোনা পরিস্থিতির উন্নতি ও সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হলে যাত্রীবাহী ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে। এই মুহূর্তে ট্রেনের ভাড়া বাড়ছে না।

রেলমন্ত্রী আরও বলেন, কৃষকের পণ্য সারাদেশে পৌঁছে দিতে লাগেজ ভ্যান ক্রয় করছে রেলওয়ে। লাগেজ ভ্যানের মাধ্যমে কম খরচে গ্রাম থেকে ঢাকায় পণ্য নিয়ে আসতে পারবে কৃষক। ফলে কৃষকরা লাভবান হবে। পাশাপাশি রাজধানীবাসীও ফ্রেশ পণ্য পাবে। নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ ভ্যান এসে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন