ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে স্বাভাবিক হলো ফেরি চলাচল

সম্প্রতি কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সোমবার সকাল ৬টা থেকে ফেরি পারাপার শুরু হয়।

অপরদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটেও বেড়েছে যানবাহনের চাপ।

এই ব্যাপারে শিমুলিয়াঘাট বন্দর কর্মকর্তা মো. আলী বলেন, পদ্মায় নাব্য সংকটে লৌহজং টার্নিংয়ে পানির গভীরতা ৬ ফুট।ফলে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। তাই দুর্ঘটনা এড়াতে অনির্দিষ্টকালের জন্য রাতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে আজ সকাল ৬টা থেকে আবারও চালু হয় ফেরি পারাপার।

পদ্মা পাড়ি দেওয়ার অপেক্ষায় এখনও উভয়পাড়ে রয়েছে সহস্রাধিক যানবাহন।

অন্যদিকে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে রাতে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়াঘাটে ভিড় বেড়েছে। তিন কিলোমিটার এলাকাজুড়ে রয়েছে যানবাহনের দীর্ঘ সারি।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন