ঢাকা | রবিবার
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বন্ধ কারখানা, বেকার তিন লাখ পোশাক শ্রমিক

করোনা মহামারির কারণে অস্তিত্বের লড়াইয়ে সংকটে পড়েছে তৈরি পোশাক খাতের শ্রমিকরা। করোনাকালে বেকার হয়েছেন প্রায় তিন লাখ ২৪ হাজার ৬৮৪ জন শ্রমিক এবং বন্ধ ও লে-অফ হয়েছে প্রায় এক হাজার ৯১৫টি কারখানা। ‘কভিড-১৯ : তৈরি পোশাক শিল্পে শোভন কাজের পরিস্থিতি পর্যালোচনা’ শীর্ষক এক আলোচনাসভায় বক্তারা এসব কথা বলেন।

গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনাসভার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস। বিলস এর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে লিখিত বক্তব্য দেন বিলসের উপদেষ্টা ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়ক নইমুল আহসান জুয়েল।

লিখিত বক্তব্যে বলা হয়, বর্তমান সময়ের এই কভিড-১৯ পরিস্থিতিতে নানা বিপর্যয়ের মধ্যে পড়েছে শ্রমিক ছাঁটাইয়ের হার। ৮৭টি কারখানায় শ্রমিক ছাঁটাই হয়েছে সাড়ে ২৬ হাজার এবং অনেক ক্ষেত্রেই আইন না মেনেই ছাঁটাইয়ের ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে শ্রমিকরা বকেয়া বেতন-ভাতা ও ন্যায্য ক্ষতিপূরণ পাচ্ছেন না।

এতে আরও বলা হয়, বন্ধ ও লে-অফ হয়েছে প্রায় এক হাজার ৯১৫টি কারখানা। এ ছাড়া দিন দিন সারা বিশ্ব প্রযুক্তিনির্ভর হয়ে পড়ার কারণে নিশ্চিতভাবে পোশাক খাতেও বাড়বে উন্নত প্রযুক্তির ব্যবহার। আর এতে করে এ খাতে কর্মরত ৬০ শতাংশ শ্রমিকের চাকরি হারানোর আশঙ্কা করা হচ্ছে।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নেতারা বলেন, সংবাদমাধ্যমে শ্রমিক ছাঁটাইয়ের যে সংবাদ আসে প্রকৃতপক্ষে শ্রমিক ছাঁটাইয়ের সংখ্যা তার চেয়ে অনেক বেশি। যেসব কারখানায় ট্রেড ইউনিয়ন রয়েছে সেসব কারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে। কারখানা বন্ধ হচ্ছে, লে-অফ হচ্ছে, শ্রমিক ছাঁটাই হচ্ছে সেসব বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। কিন্তু শ্রমিকদের সংগঠিত হওয়া থেকে শুরু করে ট্রেড ইউনিয়ন নিবন্ধন সবই বন্ধ রাখা হয়েছে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল-আইবিসি সাধারণ সম্পাদক চায়না রহমান, ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল টঙ্গী-গাজীপুর ক্লাস্টার কমিটির সমন্বয়কারী সালাউদ্দিন স্বপন, বাংলাদেশ ফেডারেশন অব ওয়ার্কার্স সলিডারিটির সভাপতি রুহুল আমিন, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদুল্লাহ বাদল এবং বিলস পরিচালক নাজমা ইয়াসমীন প্রমুখ।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন