শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল। শুক্রবারের ভূমিকম্পে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।৬.৯ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বান্দা সাগরে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূমিকম্প বিষয়ক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের আঘাত পর মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
জাকার্তা প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পের আঘাত হানলে অনেক ভবন দুলতে থাকে। বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে ঘর ছেড়ে বেরিয়ে আসেন অনেকে।
শক্তিশালী ভূমিকম্পের হলেও এখন পর্যন্ত সুনামির সতর্কতা জারি করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
২০১৮ সালে দেশটিতে ভয়াবহ এক ভূমিকম্পে সুনামি সৃষ্টি হয়। এতে ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। ইন্দোনেশিয়ায় প্রায় সময় ভূমিকম্পের ঘটনা ঘটে।
আনন্দবাজার/শহক