গত এক মাস ধরে বাড়তে থাকা সবজির দাম ঈদের পর আরেক দফা বেড়েছে। কেজিতে ১০ থেকে ২০ টাকা করে বেড়েছে চার থেকে পাঁচটি সবজির দাম। সবজির দাম এখন নিম্নবিত্তের নাগালের বাইরে।
জানা যায়, এখন প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১২০-১৩৫ টাকা দরে। যা ঈদের আগে ছিল ১১০ থেকে ১১৫ টাকা। বেগুন বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা কেজি দরে। যা আগে ছিল ৫০-৬০ টাকা কেজি। এছাড়া পটোল, কাঁকরোল, ঢেঁড়স, কচুর মুখি, কচুর লতি, করলা, বরবটিসহ প্রায় সব সবজির দামই বেড়েছে ৬০ টাকা বা তার ওপরে। আলু বিক্রি হচ্ছে আগের মতো ৩৫ টাকায়। মাঝারি আকারের লেবু বিক্রি হচ্ছে ২০ টাকা হালি। শসা বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজি দরে।
সবজির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শাকের দামও। বর্ষায় সবচেয়ে কম দামের কলমিশাকের আঁটিও এখন বিক্রি হচ্ছে ১৫-২০ টাকায়। এছাড়া মুলাশাক, পালংশাক ও লালশাক কিনতে আঁটিপ্রতি ভোক্তাকে খরচ করতে হচ্ছে ২০-২৫ টাকা। লাউশাক ও পুঁইশাক কিনতে হচ্ছে ৩৫-৪০ টাকা আঁটি।
মালিবাগ বাজারের একজন বিক্রেতা জানিয়েছেন, এই মাসের পুরোটাই শাকসবজির দাম এমন চড়া থাকতে পারে। তারপর ধীরে ধীরে কমে আসবে। এখন আড়তে যে পরিমাণ মাল আসে ক্রেতা থাকে তার চেয়ে বেশি। তাই আড়তদাররাও দাম কমান না।
আনন্দবাজার/টি এস পি