ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

একদিনে মৃত্যু ৩৩, শনাক্ত ২৬৫৪ জন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৩ হাজার ২৬৭ জনে পৌঁছালো। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় এতে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৫৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৪৬ হাজার ৬৭৪ জনে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ ১২ হাজার ৫৮৮টি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১৮৯০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১ লাখ ৪১ হাজার ৭৫০ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

মোট শনাক্ত: ২ লাখ ৪৬ হাজার ৬৭৪ জন।
মারা গেছেন: ৩ হাজার ২৬৭ জন।
মোট সুস্থ: ১ লাখ ৪১ হাজার ৭৫০ জন।
মোট নমুনা পরীক্ষা: ১২ লাখ ১২ হাজার ৫৮৮টি।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট http://(www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন