ঢাকা | বুধবার
১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

একদিনে মৃত্যু ২২, শনাক্ত ৮৮৬ জন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৩ হাজার ১৫৪ জনে পৌঁছালো। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় এতে আক্রান্ত হয়েছে ৮৮৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ ৪০ হাজার ৭৪৬ জনে।

রবিবার (২ আগস্ট) দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ ৮৯ হাজার ৪৬৭টি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৫৮৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১ লাখ ৩৬ হাজার ৮৩৯ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

মোট শনাক্ত: ২ লাখ ৪০ হাজার ৭৪৬ জন।
মারা গেছেন: ৩ হাজার ৭৪৬ জন।
মোট সুস্থ: ১ লাখ ৩৬ হাজার ৮৩৯ জন।
মোট নমুনা পরীক্ষা: ১১ লাখ ৮৯ হাজার ৪৬৭টি।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট http://(www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন