ঢাকা | বৃহস্পতিবার
১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ পালিত হচ্ছে ঈদ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে আজ পালিত হচ্ছে ঈদুল আজহা। করোনা মহামারির কারণে নানা বিধিনিষেধের মধ্য দিয়ে এবার পালিত হচ্ছে ঈদ। স্বাস্থ্যবিধি মেনে এবার হজ পালন করছেন মাত্র ১০ হাজার মুসুল্লি।

মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে জামারাতে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন হাজিরা। এরপর মিনার উদ্দেশে রওনা হবেন। সেখানে প্রতিকী শয়তানকে পাথর নিক্ষেপ করার পর আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি দেবেন হাজিরা। এরপর মাথা কামিয়ে পবিত্র কাবা শরীফ তওয়াফ করবেন হাজিরা।

প্রতিবছর ২০ থেকে ২৫ লাখ ধর্মপ্রাণ মুসল্লি হজে অংশ নিলেও করোনা মহামারির কারণে এবার হজে অংশ নিয়েছেন মাত্র ১০ হাজার।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন