ঢাকা | রবিবার
৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

একদিনে মৃত্যু ৩৭, শনাক্ত ২৭৭২ জন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ২ হাজার ৯৬৫ জনে পৌঁছালো। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৭৭২ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ ২৬ হাজার ২২৫ জনে।

সোমবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ ৩৪ হাজার ৪১৭টি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৮০১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১ লাখ ২৫ হাজার ৬৮৩ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

মোট শনাক্ত: ২ লাখ ২৬ হাজার ২২৫ জন।
মারা গেছেন: ২ হাজার ৯৬৫ জন।
মোট সুস্থ: ১ লাখ ২৫ হাজার ৬৮৩ জন।
মোট নমুনা পরীক্ষা: ১১ লাখ ৩৪ হাজার ৪১৭টি।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট http://(www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন