ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনার সঙ্গে আলাপ করবেন ইমরান খান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার (২২ জুলাই) দুপুরে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে এই ফোনালাপ হতে পারে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, পাকিস্তানের আগ্রহের বিষয়টি আমাদের জানানোর পরে এই টেলিফোনে আলাপের বিষয়টি নির্ধারিত হয়। তবে কী বিষয় নিয়ে আলাপ হবে এটা পাকিস্তান আমাদের জানায়নি।

টেলিফোন আলাপের অনুরোধের বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ঢাকায় অবস্থিত ইসলামাবাদ মিশন। পরে দুই দেশের সরকারপ্রধানের কথা বলার বিষয়টি নির্ধারণ করা হয়।

এদিকে গত সপ্তাহে বাংলাদেশে পাকিস্তানের নতুন রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকী পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করেছেন। এ ছাড়া মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তার সঙ্গেও যোগাযোগ করেছেন নবনিযুক্ত এই রাষ্ট্রদূত।

এর আগে ২০১৯ সালে ভারত সফরের ঠিক আগ মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন দিয়ে কথা বলেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন