ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৯ বছরের মধ্যে সোনার সর্বোচ্চ দামের কারণ

ক্রমাগত বেড়েই চলেছে সোনার দাম। গতকাল সোমবার ইতিহাসে দ্বিতীয়বার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ১৮২০ ডলার স্পর্শ করে। যার মাধ্যমে গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে সোনার দাম। দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে কয়েক মাস ধরে বিনিয়োগকারীদের একটি অংশ নিরাপদ বিনিয়োগের জন্য সোনা কিনে মজুত করছেন।

তবে শুরু থেকেই করোনা মোকাবিলা নিয়ে চীনের কঠোর সমালোচনা করে আসছে যুক্তরাষ্ট্র। এছাড়া সম্প্রতি দক্ষিণ চীন সাগর নিয়ে এই দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে।

এ কারণে লাফিয়ে বাড়ছে সোনার দাম। সোমবার লেনদেনের এক পর্যায়ে দাম বেড়ে প্রতি আউন্স সোনার দাম ১৮২০ ডলারে উঠে। যার মধ্য দিয়ে প্রায় ৯ বছর বা ২০১১ সালের সেপ্টেম্বরের পর আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ১৮২০ ডলার স্পর্শ করে।

করোনা প্রকোপে চলতি বছরের শুরু থেকেই বাড়তে শুরু করে সোনার দাম। গত বছরের শেষের দিকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল ১৪৫৪ ডলার। তারপর করোনার প্রকোপে ফেব্রুয়ারিতে ১৬৬০ ডলারে উঠে যায়। তবে আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় পতন হয় মার্চে। এক ধাক্কায় দাম কমে প্রতি আউন্স ১৪৬৯ ডলারে নেমে আসে। তবে মে মাসে দাম বেড়ে প্রতি আউন্স সোনার দাম ১৭৪৮ ডলারে উঠে যায়। জুন মাসজুড়ে সোনার দাম বেড়ে ১৮শ ডলারে উঠে। চলতি মাসের প্রথম অর্ধেকেও প্রতি আউন্স সোনার দাম ১৭৯০ থেকে ১৮১০ ডলারের মধ্যে ছিল। তবে সম্প্রতি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনায় আবারও বাড়তে শুরু করেছে সোনার দাম।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন