গত কয়েকদিন ধরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের রেকর্ড ভাঙা-গড়ার খেলা চলছিল। গত ২৪ ঘণ্টার মধ্যে বিশ্বে আরও ২ লাখ ৬০ হাজার মানুষের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ফলে এক দিনে শনাক্ত রোগীর সংখ্যায় যে রেকর্ড শুক্রবার হয়েছিল, শনিবারের সংখ্যা তাকেও ডিঙিয়ে গেল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, করোনাভাইরাসের মহামারী শুরুর পর থেকে গত সাড়ে সাত মাসে এই প্রথম এক দিনে আড়াই লাখের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সবচেয়ে বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকায়। এ দিন বিশ্বে এ ভাইরাসে মৃত্যু হয়েছে ৭ হাজার ৩৬০ জনের, যা ১০ মের পর সবচেয়ে বেশি।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৬ লাখ ৪ হাজার ৯১৭ জন। আর এতে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৪ লাখ ২৫ হাজারের বেশি। তবে স্বস্তির খবর হচ্ছে, ৮৬ লাখ ১২ হাজার ১৯২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।
আনন্দবাজার/এম.কে




