ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়াকে পিছনে ফেলে ভারত করোনা সংক্রমণের দিক থেকে বিশ্বের তৃতীয়

করোনা আক্রান্তের সংখ্যার দিক দিয়ে রাশিয়াকে টপকে গেছে ভারত। রবিবার (৫ জুলাই) দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় জানায়, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ লক্ষ ৯০ হাজাররেও বেশি। এ পরিসংখ্যানের জেরেই করোনা আক্রান্তের সংখ্যার দিক দিয়ে বিশ্বে তৃতীয় স্থানে চলে এসেছে ভারত।

মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, আক্রান্তের সংখ্যার দিক দিয়ে ভারতের থেকে এগিয়ে আছে শুধুমাত্র ব্রাজিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষের কাছাকাছি। অন্য দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ২৮ লক্ষ মানুষ।

করোনা সংক্রমণ ঠেকাতে ভারতে কঠোর লকডাউন জারি হয়েছিল ২৩শে মার্চ। বেশ কয়েক দফা লকডাউন চালিয়ে নিয়ে যাওয়ার পর আর্থিক পরিস্থিতি বিবেচনা করে করে কিছু ক্ষেত্রে শর্তসাপেক্ষ ভাবে নিয়মকানুন শিথিল করা হয়। যদিও এখনও স্কুল কলেজ সিনেমাহল বন্ধই রাখা হয়েছে। বন্ধ যাত্রীবাহী ট্রেনও।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন