ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দাম কমেছে ব্রয়লার মুরগির

সম্প্রতি মূল্য কমেছে ব্রয়লার মুরগির। রাজধানীর বিভিন্ন বাজারে গেল কয়েক মাস ধরে অস্বাভাবিক উত্থান পতন হওয়া মূল্য একদিনের ব্যবধানে কেজিতে ১০ টাকা পর্যন্ত কমেছে। আজ শনিবার (৪ জুলাই) ঢাকার বিভিন্ন বাজারের খুচরা ব্যবসায়ীদের সাথে কথা বলে এই তথ্য পাওয়া গেছে।

খুচরা ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা, যা গতকাল শুক্রবার পর্যন্ত ছিল ১৬০ থেকে ১৭০ টাকা। এ হিসেবে একদিনের ব্যবধানে ব্রয়লার মুরগির মূল্য কেজিতে কমেছে ১০ টাকা।

ব্রয়লারের মূল্য কমার ব্যাপারে খিলগাঁওয়ারের ব্যবসায়ী আবুল জানান, ব্রয়লার মুরগির মূল্য অনেক দিন ধরেই চড়া। সাধারণত শুক্রবার মুরগির মূল্য বেশি থাকে। গতকাল ১৭০ টাকা কেজি ব্রয়লার বিক্রি করেছি। আজ ১৬০ টাকা বিক্রি করছি।

অপরদিকে টিসিবি জানিয়েছে, সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির মূল্য এক দশমিক ৬১ শতাংশ কমেছে। খুচরা বাজারে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৬০ টাকা, যা আগে ছিল ১৫০ থেকে ১৬০ টাকা কেজি।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন