করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে কমেছে তৈরি পোশাক রফতানি। তৈরি পোশাক রফতানিকারদের সংগঠন বিজিএমইএ সূত্রে জানা যায়, ২০১৮-১৯ অর্থবছরে তৈরি পোশাক খাতে মোট রফতানি আয় ছিল তিন হাজার ৪১৩ কোটি ৩২ লাখ ডলার। এবং ২০১৯-২০ অর্থবছরে আয় হয়েছে দুই হাজার ৭৮৩ কোটি ৪০ লাখ ডলার। এই হিসেবে, সদ্যসমাপ্ত অর্থবছরে তৈরি পোশাক খাতের রফতানি কমেছে ১৮ দশমিক ৪৫ শতাংশ।
তবে বিজিএমইএ’র তথ্য জানায়, আগের চেয়ে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। মে মাসের তুলনায় জুনে রফতানি বেড়েছে।
জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে পোশাক খাতে রফতানি আয়ের লক্ষ্য ছিল সাড়ে তিন হাজার কোটি ডলার। তবে করোনা মহামারিতে শুধু এপ্রিল মাসেই আগের বছরের একই সময়ে তুলনায় রফতানি কমে ২২০ কোটি ডলারের মতো। ২০১৯ সালের এপ্রিলে যেখানে রফতানি হয়েছিল ২৫৪ কোটি ডলারের পণ্য। আর ২০২০ সালের এপ্রিলে রফতানি হয় মাত্র ৩৭ কোটি ডলারের পণ্য।
বিজিএমইএ জানিয়েছে, করোনার কারণে প্রায় সোয়া তিনশ’ কোটি ডলরের রফতানি আদেশ বাতিল বা স্থগিত হয়েছে। এসব কারণে কম পুঁজির কিছু কারখানা ইতোমধ্যে বন্ধও হয়ে গেছে।
আনন্দবাজার/টি এস পি