ঢাকা | রবিবার
৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

১৩.৮৬ লাখ টাকা করে পাবেন বন্ধ পাটকল শ্রমিকরা

সম্প্রতি বন্ধ ঘোষণা করা দেশের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর প্রতিজন শ্রমিক গড়ে ১৩ লাখ ৮৬ হাজার টাকা এবং সর্বোচ্চ ৫৪ লাখ টাকা পর্যন্ত পাবেন। পাওনা টাকা অর্ধেক নগদে এবং বাকি অর্ধেক টাকার সঞ্চয়পত্রের মাধ্যমে দেবে সরকার।

গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, লোকসান থেকে বাঁচাতে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর ২৪ হাজার ৮৮ জন স্থায়ী শ্রমিককে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে অবসরে পাঠানো হচ্ছে। গত ২৮ জুন এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর বর্তমান পরিস্থিতির সমাধানসহ পাটখাতে প্রতিযোগিতামূলক পরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজিএমসি) নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো ১ জুলাই থেকে বন্ধ ঘোষণা এবং গোল্ডেন হ্যান্ডশেক সুবিধার অধীনে কর্মরত ২৪ হাজার ৮৮৬ জন শ্রমিকের পাওনা এককালীন পরিশোধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শ্রমিকরা চারখাতে এই আর্থিক সুবিধা পাবেন।

শ্রমিকদের পাওনা  যদি ১৪ লাখহয়, তাহলে তিনি ৭ লাখ টাকা নগদে আর বাকি ৭ লাখ টাকার সঞ্চয়পত্র পাবেন। এক্ষেত্রে তিনি সঞ্চয়পত্রের জন্য তিন মাস অন্তর ১৯ হাজার ৩২০ টাকা মুনাফা পাবেন। ২৪ লাখ টাকা পাওনা হলে তিনি ১২ লাখ টাকা নগদ পাবেন বাকি ১২ লাখ টাকা পাবেন সঞ্চয়পত্রের মাধ্যমে। এক্ষেত্রে তিনি তিন মাস অন্তর মুনাফা পাবেন ৩৩ হাজার ১২০ টাকা।

৩৮ লাখ টাকা হলে তিনি ১৯ লাখ টাকা নগদে এবং বাকি ১৯ লাখ টাকা সঞ্চয়পত্রের মাধ্যমে পাবেন। এক্ষেত্রে তার তিন মাসে মুনাফা হবে ৫২ হাজার ৪৪০ টাকা। এছাড়া ৫৪ লাখ টাকা হলে তিনি নগদ পাবেন ২৭ লাখ টাকা এবং বাকি ২৭ লাখ টাকার সঞ্চয়পত্র দেয়া হবে। এক্ষেত্রে তিন মাস অন্তর তিনি ৭৪ হাজার ৫২০ টাকা মুনাফা পাবেন।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন