ঢাকা | শুক্রবার
৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জুন মাসে বৃদ্ধি পেয়েছে পোশাক রফতানি

চলতি বছরের মার্চ মাসে বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের বড় ধাক্কা লাগে দেশের তৈরি পোশাক রফতানিতে। এপ্রিল মাসে গিয়ে তা ব্যাপক হারে কমে যায়। তবে মে মাস থেকে রফতানি পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়া শুরু করে, যার ধারাবাহিকতা জুনেও অব্যাহত ছিল।

বাংলাদেশ থেকে তৈরি পোশাকের রফতানি চলতি বছরের মার্চে গত বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ১৪ শতাংশ কমে যায়। এরপর এপ্রিল মাসে তা কমে ৮৫ দশমিক ২৫ শতাংশ কমে যায়। আর মে মাসে কমে ৬২ শতাংশ। জুনেও রফতানি কমার ধারাবাহিকতা বজায় থাকলেও ঋণাত্মক প্রবৃদ্ধি হার আগের তুলনায় কমে ১১ দশমিক ৪৩ শতাংশ দাঁড়ায়।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে বিজিএমইএ জানায়, চলতি বছরের জুন মাসে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রফতানি (নিট ও ওভেন) হয়েছে ২১২ কোটি ৫০ লাখ ডলার। যা গত বছরের একই সময়ে রফতানি হয়েছিল ২৩৯ কোটি ৯০ লাখ ডলারের পোশাক।

এদিকে এক অর্থবছর বিবেচনায় ২০১৮-১৯ অর্থবছরে পোশাক পণ্যের মোট রফতানি ছিল ৩ হাজার ৪১৩ কোটি ৩২ লাখ ডলার। ২০১৯-২০ অর্থবছরে পোশাক রফতানি হয়েছে ২ হাজার ৭৮৩ কোটি ৪০ লাখ ডলারের দাঁড়ায়। এ হিসেবে সদ্যসমাপ্ত অর্থবছরে তৈরি পোশাকের রফতানি ১৮ দশমিক ৪৫ শতাংশ কমেছে।

এ বছরের মার্চ থেকে মে পর্যন্ত অর্থাৎ তিন মাসে পোশাক রফতানি ৫০০ কোটি ডলার হ্রাস পাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিল পোশাক শিল্প মালিক সংগঠন বিজিএমইএ। তবে সেই আশঙ্কা প্রায় পুরোটাই বাস্তবে রূপ নিচ্ছে।

আনন্দবাজার/ এম.কে

সংবাদটি শেয়ার করুন