ঢাকা | মঙ্গলবার
১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আউশের স্বপ্নে বিভোর কৃষক

>> উৎপাদনে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে
>> ১৩ লাখ ৫০ হাজার হেক্টর জমিতে চাষ
>> উৎপাদন লক্ষ্যমাত্রা ৩৭ লাখ ৫০ হাজার টন

বোরো ধানের ভালো দাম পাওয়া আউশ চাষের দিকে ঝুঁকছে কৃষক। বোরো কাটার পরপরই অনেক কৃষক আউশ ধান রোপণ করতে কাজ শুরু করে দিয়েছে।

জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে ১০ লাখ হেক্টর জমিতে আউশ চাষ হলেও ২০২০-২১ অর্থবছরে ১৩ লাখ ৫০ হাজার হেক্টর জমিতে চাষ হচ্ছে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৭ লাখ ৫০ হাজার টন। গত অর্থবছরের চেয়ে এবার আউশ উৎপাদন সাড়ে ৭ লাখ টন বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। ফলে এবার লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাবে।

বিভিন্ন জেলার কৃষকের সঙ্গে আলাপকালে তারা জানান, গত দুই বছর ধরে ধানের দাম খরচের তুলনায় অনেক কম ছিল। ফলে ধান চাষে অনেকে বিমুখ ছিলেন। ধানের পরিবর্তে তারা অন্য ফসলের দিকে ঝুঁকে পড়েন।

এদিকে, করোনার কারণের দেশে খাদ্য ঘাটতিতে যেন না পড়তে হয় সেজন্য সরকার কৃষককে বিভিন্ন সহযোগিতা করে আসছে। এবার কৃষকদের আউশ চাষের জন্য সরকারের পক্ষ থেকে সার, বীজ ও সেচ সুবিধা দেওয়া হয়েছে। এছাড়া আউশ ধান আবাদে উৎপাদন খরচ কম। পানি সেচ দেয়ার দরকার হয় না। সেই সাথে কিটনাশক ও স্যার প্রয়োগ করতে হয় সীমিত। তাছাড়া এবার বোরো ধানের ভালো দাম পেয়ে আউশ ধান উৎপাদনের উৎসাহ উদ্দীপনা আরও বেড়ে গেছে।

বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরিচালক কৃষিবিদ ড. মো. আলহাজ উদ্দিন বলেন, প্রথম দফায় ৩ লাখ ৮৩ হাজার ৪৩৪ জন ও দ্বিতীয় দফায় ৮২ হাজার ৪০০ জন কৃষকসহ মোট ৪ লাখ ৬৫ হাজার ৮৩৪ জন কৃষককে আউশ চাষে প্রণোদনা ও সহায়তা দেয়া হচ্ছে। এসব কৃষককে বীজ ও সার ফ্রি দেয়ার কারণে আউশ চাষে তাদের আগ্রহ বেড়েছে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন