ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার আগে ব্যয় করব, পরে আয় করব: অর্থমন্ত্রী

করোনা ভাইরাস সৃষ্ট এই প্রতিকূল প্রতিস্থিতি মোকাবিলায় এবার জনগণকে প্রাধান্য দিয়ে আগামী ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। আর এ কারণেই এবারের বাজেট ব্যয়ের ধারণা থেকে করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, অন্যান্য বার রাজস্ব অর্জন করি পরে রাজস্ব খরচ করি। আমি এবার আগে রাজস্ব খরচ করব, তারপর রাজস্ব অর্জন করব। পে অ্যাজ ইউ আর্ন।

আজ (১৫ জুন) জাতীয় সংসদে চলতি ২০১৯-২০২০ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সমাপনী আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনটি শুরু হয়।

অর্থমন্ত্রী জানান, এবছরের বাজেট তৈরি করেছি দেশের মানুষকে আগে রেখে। এই করোনা পরিস্থিতিতে মানুষকে টিকে থাকতে হবে। সাধারণত আমরা বাজেট দিয়ে থাকি সরকারি অর্থনৈতিক উন্নয়নকে প্রাধান্য দিয়ে। এবার তেমনটা করা হয়নি। এবার দেশের মানুষকে প্রাধান্য দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা এ বাজেটটি ব্যয়ের দৃষ্টিকোণ থেকে দিয়েছি। যদি বাজেট তৈরি না করি, তাহলে অর্থ রাষ্ট্রীয় কোষাগার থেকে তোলার কোনো সুযোগ নেই।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন