ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাড়ছে বৈদেশিক ঋণের বোঝা, সঙ্গে সুদ পরিশোধের চাপ

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বৈদেশিক অর্থ বেড়ে হয়েছে ৮৮ হাজার ৮২৪ কোটি টাকা, যা গত বছরের বাজেটের চেয়ে ২৫ হাজার ১৬৫ কোটি টাকা বেশি। তাই প্রস্তাবিত বাজেটে ঋণের বোঝা তো বাড়ছেই সেই সাথে বাড়ছে সুদ পরিশোধের চাপও।

তবে ঋণ পরিশোধের সক্ষমতা বৃদ্ধির কারণেই বাংলাদেশকে উন্নয়ন সহযোগীরা ঋণ দিতে কোন দ্বিধা করছে না বলে জানিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।

ইআরডি জানায়, বর্তমানে ২০২০-২১ অর্থবছরের বাজেট বৈদেশিক অর্থায়ন ৯২ হাজার ৮৩৭ কোটি টাকা। এরমধ্যে ঋণ ৮৮ হাজার ৮২৪ কোটি টাকা। গত বছরের বাজেটের যা ছিল ৬৩ হাজার ৬৫৯ কোটি টাকা।

২০১৮-১৯ সালে বাজেটে মোট বৈদেশিক ঋণ ছিল মাত্র ৪৪ হাজার ৮৫২ কোটি টাকা। তাই দুই বছরের ব্যবধানে বাজেটে বৈদেশিক ঋণ বেড়েছে ৪৩ হাজার ৯৭২ কোটি টাকা। এ কারণে ঋণ বাড়ার পাশাপাশি ঋণ পরিশোধের চাপও অনেক বেড়েছে।

ইআরডি আরও জানায়, সামনে ঋণের পরিমাণ আরও বাড়বে। চীন আগামীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২৩ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে বাংলাদেশকে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল পর্বের কাজ বাস্তবায়ন করতে প্রকল্প অর্থ সহায়তা হিসেবে রাশিয়া ৪ শতাংশ সুদহারে ৯১ হাজার ৪০ কোটি টাকা বা ১১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে।

১০ বছরের রেয়াতকালসহ ২০ বছর মেয়াদে এ ঋণ পরিশোধ করতে হবে। মূলত এসব কারণে বাড়ছে বৈদেশিক ঋণ, সেই সাথে সুদ পরিশোধের চাপ।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন