ঢাকা | রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় লোকসানে বান্দরবানের আমচাষিরা

বান্দরবানে পাহাড়ের পাদদেশে এখন গাছে গাছে আম। পাহাড়ে মাটি ও জলবায়ু আম উৎপাদনের জন্য উপযোগী। আর এ বছর আবহাওয়া অনুকূল থাকায় পার্বত্য জেলা বান্দরবানে আম্রপালি, হাঁড়িভাঙা, বারি আম-৪, রাংগোয়াইসহ বিভিন্ন জাতের আমের বাম্পার ফলন হয়েছে।

তবে মহামারি করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে লোকসান গুনছেন চাষিরা। ফলে চাষিদের মধ্যে দেখা দিয়েছে শঙ্কা। করোনায় সংক্রমণ এড়াতে আম কিনতে আসছেন না ব্যবসায়ীরা। যার কারণে আম বিক্রিও হচ্ছে না। ফলে উৎপাদন খরচ তুলতে চরম বেগ পেতে হচ্ছে চাষিদের। এতে আর্থিভাবে চরম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় আম চাষিরা।

অপরদিকে দিকে একাধিক আম চাষি বলেন, করোনার ফলে বাইরের আম ব্যবসায়ীরা বান্দরবানে আসছেন না। তাই আম তেমন বিক্রি হচ্ছে না। যাও কিছু বিক্রি হচ্ছে এতে লাভের সম্ভাবনা নেই। তার ওপর কাঁচা আম বেশি দিন রাখাও যায় না। ফলে কম দামেই আম বিক্রি করতে হচ্ছে।

আবার অনেকে চাষিরা অর্থ সংকটের ফলে কাঁচা অবস্থাতেই আম্রপালি বিক্রি করে দিচ্ছেন কম দামে। তাদের মতে, পাহাড়ে উৎপাদিত আম্রপালি আমের খ্যাতি দেশজুড়ে। এ আমের চাহিদা থাকায় সময়ের সাথে এখন পাহাড়ে বেড়েছে এর চাষাবাদ। তবে, বর্তমান পরিস্থিতিতে অর্থ সংকটের কারণে বাধ্য হয়েই কাঁচা আম বিক্রি করে দিচ্ছেন তারা।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন