ঢাকা | রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনার চিংড়ি প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানগুলো শঙ্কায়

বিশ্বজুড়ে করোনার প্রাভাবে দেশের চিংড়ি শিল্পে চরম বিপর্যয় দেখা দিয়েছে। বহির্বিশ্বে একের পর এক ক্রয়াদেশ বাতিলের ফলে ভয়াবহ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে বিভিন্ন চিংড়ি প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান। তাছাড়াও ভারত, ইকুয়েডর ও ভিয়েতনামে ভেনামি জাতের চিংড়ির ব্যাপক চাষ করছে। ভেনামি চাষে উৎপাদন খরচ ২৫ থেকে ৩০ শতাংশ কম হয়। ফলে কম মূল্যে সরবরাহ করার ফলে বাজার দখলে ভেনামির সাথে পেরে উঠছেন না খুলনাঞ্চলের চিংড়িচাষিরা।

দেশের বাজারে উৎপাদন কমে আসা, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকতে না পারাসহ আরো নানা কারণে সংকটে দেশের অন্যতম রপ্তানি পণ্য চিংড়ি। এতে লোকসানের মুখে পড়েছেন প্রান্তিক চিংড়ি চাষি থেকে শুরু করে চিংড়ির সাথে জড়িত ব্যবসায়ীরা। তারা জানান, সরকারি সহযোগিতা না পেলে সর্বশান্ত হয়ে পড়বেন এ খাতের সাথে জড়িতরা। হারিয়ে যাবে চিংড়ি শিল্প।

করোনার প্রভাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলে চিংড়ি শিল্পে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। এ কারণে শিল্পের সাথে জড়িত প্রায় ২০ লাখ চাষি, ব্যবসায়ী ও শ্রমিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। তাছাড়া, সম্প্রতি বাংলাদেশ ভারতের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘আম্পান’ এর প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এ অঞ্চলের ফসলসহ চিংড়ি ঘেড়। ভেসে গিয়েছে অনেক খামার।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন