ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স পেলো আরেকটি আর্থিক প্রতিষ্ঠান

ব্যাংকবহির্ভূত আরেকটি আর্থিক প্রতিষ্ঠানকে (এনবিএফআই) কার্যক্রম শুরুর চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটির নাম স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। গতকাল রোববার সার্কুলারের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে কার্যক্রম শুরুর চূড়ান্ত লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জানা গেছে, লাইসেন্সের জন্য কেন্দ্রীয় ব্যাংকে যখন আবেদন করা হয়েছিল, তখন আর্থিক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে আঞ্জুমান আরা শহীদের নাম উল্লেখ করা হয়। তিনি পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স) চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফাতের স্ত্রী।

এর আগে গত ১২ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই প্রতিষ্ঠানটিকে অনুমোদনের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ৪(১) নং ধারায় প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ‘স্ট্রাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড’কে বাংলাদেশে অর্থায়ন ব্যবসা পরিচালনার জন্য আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স (নং-ডিএফআইএম(এল)/৪১ প্রদান করা হয়েছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন