ঢাকা | শনিবার
১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের ছুটি শেষে শহরে ফিরছে মানুষ

ঈদের দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলের শহরে ফিরছে মানুষ। এতে, ফেরী ঘাট, সড়ক-মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ।

মাদারীপুরের কাঁঠালবাড়ি ও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বেড়েছে যানবাহনের দীর্ঘ সারি। সড়ক-মহাসড়কেও বেড়েছে গাড়ির চাপ। তবে, যানজটের খবর এখনও মেলেনি।

এদিকে, বরাবরের মতো ট্রেনের সিডিউল বিপর্যয়ের ফাঁদে যাত্রীরা। বিভাগীয় ও জেলা শহর থেকে প্রতিটি ট্রেন নির্দিষ্ট সময়ের অনেক পরে ছাড়ার অভিযোগ মিলেছে।

ভিড় আছে লঞ্চঘাটেও। অনেকেই বলছেন সাপ্তাহিক ছুটি শেষ হলে এই চাপ আরও বাড়বে।

সংবাদটি শেয়ার করুন