সম্প্রতি লিবিয়ায় ২৬ বাংলাদেশি মোট ৩০ জন অভিবাসী শ্রমিককে গুলি করে হত্যা করেছে স্থানীয় এক মানবপাচারকারীরা পরিবারের সদস্যরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ১১ বাংলাদেশি।
ইউ এস নিউজের মাধ্যমে জানা যায়, বৃহস্পতিবার (২৮ মে) বাংলাদেশ সময় রাত নয়টার দিকে লিবিয়ার মিজদা শহরে এই হত্যাকাণ্ড চালায় আন্তর্জাতিক পাচারকারীর সদস্যরা।
প্রতিবেদনে জানানো হয়, জিম্মি থাকা অভিবাসী শ্রমিকদের হাতে মানবপাচারকারী চক্রের এক সদস্য খুন হওয়ার পর তার পরিবারের লোকজন গুলি করে অভিবাসী শ্রমিকদের হত্যা করে।
সেখানে বাংলাদেশি ছাড়াও চারজন আফ্রিকার নাগরিক ছিল। জানা যায়, হতাহতরা লিবিয়ার মিজদা শহরে ওই মানবপাচারকারীর জিম্মায় ছিলেন।
ঘটনার পর, লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ সব তথ্য জানিয়েছে। আহতদের জিনতান হাসপাতালে নেয়া হয়েছে।
উল্লেখ্য, তেলসমৃদ্ধ অর্থনীতির কারণে অভিবাসীদের কাছে লিবিয়া অন্যতম আকর্ষণীয় একটা দেশ। তাছাড়া এই দেশ ব্যবহার করে অনেকেই ইউরোপে প্রবেশের চেষ্টা করে।
আনন্দবাজার/শাহী