ঘূর্ণিঝড় আম্পান স্বপ্ন তছনছ করে দিয়েছে বরেন্দ্র এলাকার আম বাগান মালিকদের। গাছ থেকে ঝরে পড়া ব্যাপক পরিমাণ আম এই সুযোগে বেপারিরা কিনে নিচ্ছে ২০ থেকে ৩০ টাকা মণ দরে। এই অবস্থায় বরেন্দ্র এলাকায় আম সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলার দাবি আম বাগান মালিকদের।
কিছুদিন আগেও বাগানে থোকায় থোকায় আম ঝুলছিল। ল্যাংড়া গোপালভোগ, খিরসাপাত জাতের সুস্বাদু আম চলতি মাসের শেষের দিকে নামানোর কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় আম্পানের ছোবলে গাছগুলোর বেশির ভাগই এখন প্রায় আম শূন্য।
ঝরে পড়া আম বিক্রির করার জন্য সাপাহার আড়তে নিয়ে আসছেন বাগান মালিকরা। এই সুযোগকে কাজে লাগিয়ে বেপারিরা অনেকটা বিনা পয়সায় মণপ্রতি ২০ থেকে ৩০ টাকায় আম কিনছেন। পরিপক্ক এসব আম কিছুদিন পরই চড়া দামে বিক্রির আশা করলেও সেটা এখন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে।
এবিষয়ে সাপাহার আম আড়ৎ সমিতির সভাপতি কার্তিক সাহা জানান, আমগুলো হিমাগারে রাখলে হয়তো সময়কালে কোম্পানিগুলোর কাছে বিক্রি করা যেত।
ক্ষতিগ্রস্ত বাগান মালিকদের প্রণোদনার আওতায় আনার কাজ চলছে বলে জানালেন উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা।
আনন্দবাজার/তা.তা