দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৯৪ জনের শরীরে করোনাভাইরাস এউপস্রথিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৩০ হাজার ২০৫ জনের শরীরে শনাক্ত হলো ভাইরাসটি। এই সময়ে এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪৩২ জনে।
শুক্রবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৯৯৩ জনের। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৭২৭টি। মোট ৪৩ টি ল্যাবে এই পরীক্ষাগুলো করা হয়।
২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৮৮ জন। মোট সুস্থ ৬ হাজার ১৯০ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
আনন্দবাজার/ডব্লিউ এস