ঢাকা | শুক্রবার
২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আম্পানের তাণ্ডবে নষ্ট পাবনার এক তৃতীয়াংশ লিচু 

আম্পানের তাণ্ডবে নষ্ট হয়েছে পাবনার এক তৃতীয়াংশ লিচু বাগান । এতে শুধু বাগান মালিকরাই নয়, আগাম বিনিয়োগকারী ব্যবসায়ীরাও দিশেহারা হয়ে পড়েছে।

জানা যায়, পাবনা সদর, ঈশ্বরদী,আটঘড়িয়াসহ ৯টি উপজেলার প্রায় এক তৃতীয়াংশ লিচু বাগানের ডালপালা ভেঙে গেছে। এতে বড় ধরণের ক্ষতির মুখে পড়েছে বাগান মালিকরা।

কৃষি বিভাগ বলছে, ক্ষতিগ্রস্ত বাগান মালিকদের তালিকা তৈরি করা হচ্ছে।

কৃষি বিভাগ জানায়, জেলায় এ বছর সাড়ে ৪ হাজার হেক্টর বাগানে লিচুর উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪৬ হাজার মেট্রিক টন। যার বাজার মূল্য প্রায় সাড়ে সাতশো কোটি টাকা।

সপ্তাহ খানেকের মধ্যেই বাজারে উঠতো বোম্বাই, চায়না, মোজাফফরীসহ উন্নত জাতের এসব লিচু। ফুল আসার পর লাভের আশায় বাগানে অগ্রিম বিনিয়োগ করা  ব্যবসায়ীরা পুঁজি হারানোর আতংকে ভোগছে।

আনন্দবাজার/ রনি

সংবাদটি শেয়ার করুন