নতুন ধান আসতে না আসতেই কমেছে ধানের দাম। প্রতি মণে ৩’শ টাকা কমে বিক্রি হচ্ছে ৬শ’ থেকে সাড়ে ৬শ’ টাকায়। তবে ২৬ এপ্রিল থেকে সরকারি ভাবে ধান কেনার কথা থাকলেও এখনও শুরু হয়নি সরকারি ধান কেনার অভিযান। ফলে হতাশ হয়ে পড়েছে উত্তরবঙ্গের হাজার হাজার কৃষক।
এদিকে খাদ্য বিভাগ বলছে, কৃষকের তালিকা না পাওয়ার কারণে ধান কেনা শুরু হয়নি। আর কৃষি বিভাগ কয়েকদিনের মধ্যেই তালিকা প্রস্তুতের আশ্বাস দিয়েছে।
জানা যায়, বংপুর বিভাগের এবার ৮টি জেলায় ৩১ লাখ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্য ছাড়িয়ে আরও ২ লাখ মেট্রিক টন বাড়তি হবে। কিন্তু নতুন ধান বাজারে আসতেই দরপতনে হতভম্ব কৃষক।
দিনাজপুর জেলার এক কৃষক বলেন, ধান রোপণ করা থেকে শুরু করে কাটা পর্যন্ত যে টাকা খরচ করছি সেই টাকাও আমাদের এখন উঠচেছে না।এরকম অবস্থা চলতে থাকলে আমরাতো মারা পড়ে যাবো।
অন্যদিকে, কম দামে কৃষকদের কাছ থেকে ধান হাতিয়ে নিতে এবারও বেশ কয়েকটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। তাই দ্রুত সরকারের খাদ্যশস্য কেনা শুরুর তাগিদ জানিয়েছেন রংপুর বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি নজরুল ইসলাম হাক্কানী।
রংপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের বলেন, কৃষকের তালিকাটা পাওয়া মাত্রই ধান সংগ্রহের যে কমিটি আছে তারা লটারি সম্পন্ন করবে।
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সরওয়ারুল হক জানান, ইতিমধ্যেই তালিকা প্রণয়নের কাজ শুরু করেছি। আশা করি ২ দিনের মধ্যে আমাদের চূড়ান্ত তালিকা খাদ্য অধিদপ্তরে জমা দিতে পারবো।
আনন্দবাজার/রনি