ঢাকা | বুধবার
১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সবজি বিক্রি হবে ‘কৃষক বন্ধু ডাক সেবা’ অ্যাপে

প্রান্তিক কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পৌঁছে দিতে ‘কৃষক বন্ধু ডাক সেবা’ চালু করেছে ডাক অধিদপ্তর। এর মাধ্যমে কৃষকের উৎপাদিত পণ্য ঢাকায় পাইকারি বাজারে বিনা মাশুলে পৌঁছে দিবে। প্রাথমিকভাবে মানিকগঞ্জ জেলার কৃষকদের উৎপাদিত শাকসবজি বিনা মাশুলে পরিবহনের মধ্য দিয়ে সেবাটি চালু করা হয়েছে।

ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শনিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা বাজার থেকে কৃষকবন্ধু ডাক সেবার উদ্বোধন করেন।

এই ডিজিটাল প্লাটফর্ম সেবার আওতায় কৃষকরা ঘরে বসেই তার বিক্রয়লব্ধ পণ্যের টাকা পেয়ে যাবেন। এর ফলে কৃষকরা তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবেন। দেশব্যাপী ডাক পরিবহনে ব্যবহৃত রাজধানীমুখী ডাক অধিদপ্তরের গাড়ীগুলো কৃষকের উৎপাদিত পণ্য পরিবহনে ব্যবহার করা হবে । এতে সরকারের অতিরিক্ত কোনো খরচেরও প্রয়োজন হবে না। পর্যায়ক্রমে সারাদেশে এই সেবা চালু করা হবে বলে জানান মন্ত্রী মোস্তাফা জব্বার।

জানা যায়, ঝিটকা বাজার থেকে ফ্রি সার্ভিসের আওতায় প্রথম দিন ১২০০ কেজি পেঁয়াজ, ৬০ কেজি কাঁচা মরিচ, ৮০ কেজি বেগুন, ৬০ কেজি করলা, ৬০ কেজি চিচিংগা, ৬০ কেজি ঝিংগা, ৬০ কেজি ঢেঁড়স, ১২০ কেজি শসা এবং ১৮০টি মিষ্টি কুমড়া নিয়ে কৃষক বন্ধু ডাক সেবার গাড়ী ঢাকায় আসে।এই সব কৃষিপণ্য গাবতলী কৃষিবাজার এবং মিনাবাজার ধানমন্ডিতে পৌছে দেয়া হবে। মিনাবাজার, চালডাল এবং পার্কিং বাজার কৃষকদের এই সব পণ্য ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সরাসরি কিনে নিচ্ছে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন