মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

কারখানা বন্ধ হওয়ায় চাকরি হারালেন পাঁচ শতাধিক শ্রমিক 

করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে কাজ না থাকায় রাজধানীর একটি পোশাক কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ফলে চাকরি হারিয়েছেন ৪৬০ জন শ্রমিকসহ প্রায় পাঁচ শতাধিক কর্মী।

মঙ্গলবার তুরাগ থানার ধাউর এলাকায় অবস্থিত ‘তরী ফ্যাশন ওয়্যার লিমিটেড’ নামে কারখানার ভেতরে শ্রমিক, মালিক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি করা হয়েছে।

চুক্তি অনুযায়ী, কারখানাটি ৫ মে থেকে পুরোপুরিভাবে বন্ধ ঘোষণা করা হবে। কারখানার শ্রমিক-কর্মচারী ক্ষতিপূরণসহ সব পাওনাদিসহ (গ্রস) বেতন পরিশোধ করা হবে। শ্রম আইন মেনে শ্রমিক-কর্মচারীদের ঈদুল ফিতরের বোনাস বাবদ একটি করে বেসিক দেওয়া হবে। শ্রমিকদের ছুটির টাকা দেওয়া হবে। আগামী ৭ মে কারখানায় শ্রমিক-কর্মচারীদের বেতন পরিশোধ করা হবে।

ওই কারখানার একজন শ্রমিক জানান, বন্ধ কারখানায় আমাদের ডেকে কয়েকজনকে অব্যাহতিপত্রতে স্বাক্ষর নিয়েছে। আমরা জানতে পেরে সবাই আজ আন্দোলনে নামি। পরে কারখানার মালিক আমাদের দু’টি বেতন ও ঈদ বোনাস দেওয়ার আশ্বাস দেন। এ মহামারির সময় যদি সে টাকাও না পাই তাই রাজি হয়ে আমরা চুক্তিপত্রে স্বাক্ষর করি।

এ প্রসঙ্গে তরী ফ্যাশন ওয়্যার লিমিটেডের মালিক মোহাম্মদ আলী সায়েম বলেন, করোনা ভাইরাসের কারণে দেশের পরিস্থিতি কি হবে না হবে আল্লাহ ভালো জানেন। এ অবস্থায় কারখানায় কাজ না থাকায় বাধ্য হয়ে বন্ধ করতে হচ্ছে। যদিও পরবর্তীতে খোলার চিন্তা রয়েছে সেটা ঈদের পরে।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, এ মহামারি করোনা ভাইরাসের সময় শ্রমিকরা চাকরি হারালেন। এতোগুলো শ্রমিক কর্মহীন হলেন। বিষয়টি খুব দুঃখজনক। আমি সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো যেন আর কোনো পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা না হয়। শ্রমিকদের চাকরিচ্যুত করা না হয়।

আরও পড়ুনঃ  নালিতাবাড়ীতে করোনার টিকা নেয়নি ২১ হাজার মানুষ

আনন্দবাজার/ টি এস পি

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন