ঢাকা | মঙ্গলবার
১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউরোপসহ বিভিন্ন দেশ থেকে সবজির চাহিদা আসছে

ইউরোপ,মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে সবজি ও ফলের চাহিদা আসার ফলে ফের রফতানি শুরু করতে চাচ্ছেন এ খাতের উদ্যোক্তারা। তাঁরা বলছেন, এখনো আমদানিকারক ৪৩টি দেশের সব কটিরই চাহিদা আসছে। কিন্তু ফ্লাইট বন্ধ থাকায় আমরা দিতে পারছি না।

এ খাতের উদ্যোক্তারা আরও বলেন, এসব পণ্য রপ্তানির জন্য আলাদা কার্গো বিমান চালু করা প্রয়োজন। এ জন্য বিমানসহ বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনাও করা হচ্ছে। আবার রপ্তানিতে ফিরতে পারলে দেশের উদ্বৃত্তসবজি আর নষ্ট হবে না, কৃষক বেঁচে যাবেন এবং দেশের বৈদেশিক মুদ্রাও আয় হবে।

এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুসারে জুলাই থেকে মার্চ এই ৯ মাসে মোট ৪৪টি দেশে সবজি রপ্তানি হয়েছে ১৪ কোটি ৬৭ লাখ ১৪ হাজার মার্কিন ডলার বা প্রায় এক হাজার ২৫০ কোটি টাকার। সে হিসাবে প্রতি মাসে সবজি রপ্তানি হয়েছে এক কোটি ৬৩ লাখ কোটি ডলার বা ১৩৮ কোটি ৫৬ লাখ টাকার। দৈনিক হিসাবে যা প্রায় পাঁচ কোটি টাকা।

জানতে চাইলে বাংলাদেশ ফ্রুটস ভেজিটেবল অ্যান্ড অ্যালাইড প্রডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, খাদ্যপণ্য হওয়ায় আমদানিকারক দেশগুলোর চাহিদা সব সময়ই ছিল। আমরা দিতে পারিনি। আমরা সরকারের সঙ্গে আলোচনা করে বিমানের একটি কার্গো ফ্লাইট চালুর চেষ্টা করছি।

এ ছাড়া অন্যান্য সংস্থার সঙ্গেও আলোচনা হচ্ছে। কেউ অপারেশনে গেলে, কোন দেশে কী পরিমাণ পণ্য পাঠাব আমরা সে তালিকা দেব। প্রাথমিকভাবে ইউরোপের দেশগুলোতে সবজি রপ্তানির চেষ্টা করছি।

 

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন