ঢাকা | বৃহস্পতিবার
১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ববাজার হাতাছাড়া হওয়ার আশঙ্কায় পোশাক কারখানা চালু: কাদের

বিশ্বব্যাপী মহামারি করোনা পরিস্থিতিতে তৈরি পোশাক শিল্পের আন্তর্জাতিক বাজার হাতছাড়া হওয়ার আশঙ্কায় কারখানাগুলো চালু করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি জানান, “আন্তর্জাতিক বাজার হাতছাড়া হওয়ার আশঙ্কায় তৈরি হওয়ায় ঢাকার আশপাশের পোশাক কারখানা সীমিত আকারে চালু করা হয়েছে। এসব কারখানাগুলোতে ঢাকায় অবস্থানকারী শ্রমিকদের কাজে লাগানোর কথা বলা হয়েছে।”

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ধানমন্ডিতে আওয়ামীলীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অসহায় গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের আগে নিজ বাসা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কাদের এসব কথা জানান।

তিনি আরও জানান, “মালিকরাও তা মেনে নিয়েছে কিন্তু চাকরি হারানোর ভয়ে অসংখ্য শ্রমিক ঢাকায় প্রবেশ করছে। এ বিষয়ে মালিকদের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।”

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন