ঢাকা | শনিবার
১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার আওয়ামী লীগের জরুরি সভায় লন্ডন থেকে টেলিফোনে যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি। এ সময় দলীয় কর্মীদের ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচিতে অংশ নেয়ার নির্দেশ দেন তিনি।

গুজবের বিষয়ে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আইন নিজের হাতে তুলে নেবেন না। গুজবের বিষয়ে সতর্ক থাকুন।’ যারা গিজব ছড়ায় তাদের ধরিয়ে দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া উচিত।

এ সময়, দেশে উৎপাদিত দুধ ও দুগ্ধজাতপণ্যের বিষয়ে আমদানিকারকদের কোন কারসাজি আছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদটি শেয়ার করুন