ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন নির্দেশনাসহ আসছে ছুটি বাড়ানোর ঘোষণা

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাড়নো হবে চলমান সাধারণ ছুটি। এছাড়া নতুন কিছু নির্দেশনা সহ বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।

করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত জাতীয় কমিটি ইতোমধ্যে আরও ৭ দিন ছুটি বাড়ানোর সুপারিশ করেছে। তবে সাধারণ ছুটি ঠিক কতদিন বাড়ানো হবে সে বিষয়ে এখনো নিশ্চিত নন মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

ছুটি বাড়ানোর বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আগামীকাল ছুটি বাড়ানোর সিদ্ধান্ত আসবে। ছুটি তো বাড়বেই। অনেক ইন্সট্রাকশনসও আসবে, ইন্সট্রাকশনসে অনেক ভিন্নতা থাকবে। সেখানে ডিটেইল থাকবে।

এর আগে করোনার কারণে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার। পরে তিন দফায় ছুটি বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়। পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ায় সারাদেশকে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর। তাই সাধারণ ছুটিও বাড়ানোর চিন্তা করছে সরকার।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন