ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর সরবরাহ যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের বিভিন্ন জায়গায় পাঠানো চিকিৎসা সামগ্রীর মোড়কে একরকম লেখা আর ভেতরে অন্য জিনিস অথবা নিম্নমানের পণ্য দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাই সরবারহকারীরা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ও চিকিৎসা সামগ্রী ঠিকমতো দিচ্ছে কি না, তা ভালোভাবে যাচাই করার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২০ এপ্রিল) সকালে করোনা পরিস্থিতি নিয়ে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ৮টি জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

সরবরাহের সমস্যা নিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের মন্ত্রীর কাছে কিছু ছবি পাঠিয়েছি। যারা সাপ্লাই দেয়, তারা সঠিকভাবে সঠিক জিনিস দিচ্ছে কি না? মহানগর হাসপাতালে কিছু জিনিস গেছে, পিপিইর নাম দিচ্ছে কিন্তু ভেতরে জিনিসগুলো ঠিকমতো যায়নি। এটা আপনাদের সবসময় দেখা উচিত। যারা সাপ্লাইয়ার তারা ঠিকমতো দিচ্ছে কি না? বা সঠিক জিনিসটা কিনছি কি না? এটা দেখা দরকার, একটু দেখবেন।

এ সময় কেন্দ্রীয় ওষুধাগার (সিএমএসডি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদ উল্লাহ বলেন, কেন্দ্রীয় ওষুধাগারসহ একটি কমিটি করা আছে। যারা যখন যে সরবরাহটা আসবে, সেটা পরীক্ষা করে দেখা। ইতোমধ্যে আমরা অনেক পিপিই ফেরত দিয়েছি নিম্নমানের হওয়ার কারণে, যার পরিমাণ এক লাখ ৭০ হাজার।

প্রধানমন্ত্রী আরও বলেন, এন-৯৫ লেখা বক্স কিন্তু ভেতরের জিনিস সবসময় সঠিকটা যাচ্ছে না। এর সাপ্লাইয়ার কে? সরাসরি বললাম তো, বাবুবাজারের মহানগর হাসপাতালে এগুলো যাচ্ছে। এটা তো করোনাভাইরাসের জন্য ডেডিকেটেড। এ রকম যদি কিছু কিছু জায়গায় হয়, এটা তো ঠিক না।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন