ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ত্রাণ নিয়ে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : প্রধানমন্ত্রী

ত্রাণ নিয়ে দুর্নীতি করা হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদানের চেক গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, ত্রাণের সুবিধা যাতে প্রত্যেকেই পায়, সেই সুবিধা নিশ্চিতে কাজ করছে সরকার। তিনি আরও বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব বাংলাদেশেও পড়বে। প্রত্যেক পরিবারের জন্য কার্ড চালু করা হবে যেন সবার ঘরে ঘরে খাবার পৌছে দেয়া যায়।

এছাড়া, ত্রাণ নিয়ে কোন প্রকার দুর্নীতি হলে জড়িতদের বিরুদ্ধে আবারো কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দেন প্রধানমন্ত্রী। এসময় সমালোচনা না করে প্রশাসনের সহযোগিতা নিয়ে সকলের প্রতি ত্রাণ বিতরণের পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন। অনেকে শুধু সমালোচনাই করে যাচ্ছেন, তারা মানুষকে কোন সাহায্য করছে না।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন