ঢাকা | শনিবার
৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সৌভাগ্যের এই রজনীতে ঘরে বসেই ইবাদতের আহ্বান

বর্তমান এই করোনা প্রস্তুতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র শবে বরাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) পবিত্র শবে বরাত উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

বাণীতে প্রধানমন্ত্রী বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের পবিত্র শবে বরাত উপলক্ষে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন।

তিনি জানান, মানবজাতির জন্য সৌভাগ্যের এই রজনী বয়ে আনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত। এ রাতে মহান আল্লাহপাক ক্ষমা প্রদর্শন করেন এবং প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, ‘আসুন, সকল প্রকার অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি।’

তিনি জানান, ‘রহমতের এই রাত আমাদের জন্য শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের বার্তা বয়ে আনুক- এই প্রার্থনাই করি। মহান আল্লাহতায়ালা আমাদের সকলকে এ দুর্যোগ থেকে হেফাজত করুন। আমিন।’

আনন্দবাজার/ শাহী

সংবাদটি শেয়ার করুন