দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪১ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে এই সময়ে নতুন করে মারা গেছেন ৫ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬৪ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭ জনে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে মহাখালীতে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডাক্তার মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, মৃত ৫ জনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। নতুন করে শনাক্ত করা করোনা আক্রান্তের মধ্যে ২৮ জন পুরুষ ও ১৩ জন নারী। নতুুন শনাক্তদের মধ্যে ২০ জন ঢাকার, ১৫ জন নারায়ণগঞ্জের। নতুন শনাক্তদের মধ্যে একজনের বয়স ১০ বছরের নিচে।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় মোট ৭৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ পরীক্ষা বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
ডা. আবুল কালাম আজাদ বলেন, গেল ২৪ ঘণ্টায় মোট ৭৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া করোনা ভাইরাসের হটলাইনে ভাইরাস সম্পর্কিত কল এসেছে ৫৯ হাজার ৫৯৫টি।
আনন্দবাজার/ডব্লিউ এস