নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হয়াৎ আইভী সুস্থ আছেন। বর্তমানে তিনি এখন নারায়ণগঞ্জেই অবস্থান করছেন। রবিবার (৫ এপ্রিল) তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর সংবাদ নিয়ে একটি গুজব ছড়ানো হয়েছিল।
গুজবের পর সন্ধ্যার তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি এখন নারায়ণগঞ্জেই অবস্থান করছেন এবং পুরোপুরি সুস্থ আছেন।
এর আগে ফেসবুকে গুজব ছড়ানো হয়, মেয়র সেলিনা হায়াৎ আইভী করোনায় আক্রান্ত হয়েছেন। নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন, কিছু কিছু পোষ্টে এমনটাও উল্লেখ করা হয়।
তবে এই তথ্য গুজব জানিয়ে আইভীর ভাই ও নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জ্বল জানান, মেয়র আইভী নারায়ণগঞ্জে তার নিজ বাসায় অবস্থান করছেন এবং সুস্থ রয়েছেন। আমি তার সাথেই আছি। তিনি ফোনে কথা বলছেন।
গুজবের বিষয়ে উজ্জ্বল জানান, ফেসবুকে তাকে নিয়ে যে গুজব ছড়ানো হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক। যারা এ গুজব ছড়িয়েছেন তাদের যেন অবশ্যই আইনশৃঙ্খলাবাহিনী শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসে।
তিনি উল্লেখ করে জানান, মাসখানেক ধরে আইভী দেশেই আছেন। এই সময়ের মধ্যে তিনি অন্য কোথাও যাননি।
উল্লেখ্য, দ্বিতীয় দফায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন ডা. সেলিনা হয়াৎ আইভী। দেশের একমাত্র প্রথম নারী সিটি মেয়র তিনি।
আনন্দবাজার/শাহী