শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে নতুন করে দুইজন করোনায় আক্রান্ত

বাংলাদেশে আরও দুই জন প্রানঘাতী করোনা ভাইরাসে আক্রানত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে করোনা ভাইরাস নিয়ে অনলাইনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য নিশিচত করেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

ফ্লোরা বলেন, দেশে এখন পর্যন্ত ৫১ জনের শরীরে ভাইরাসটি পাওয়া গিয়েছে। মারা গেছেন পাঁচ জন। নতুন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন। সুস্থ হওয়া রোগীর সংখ্যা মোট ২৫ জন। নতুন দুজনই পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে একজনের বয়স ৫৭, তিনি সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। আরেক জনের বয়স ৫৫ হলেও তিনি কীভাবে আক্রান্ত হয়েছেন তা যানা যায়নি।

ব্রিফিংয়ে ফ্লোরা আরও বলেন, মোট ১৪০টি নমুনা সংগ্রহ করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। যাদের মধ্যে দুজনের শরীরে ভাইরাসটি পাওয়া গিয়েছে। রোগতত্ত্ব বিভাগের হটলাইনে ৩ হাজার ৬৩৭টি ফোন এসেছে গত ২৪ ঘণ্টায়।

আনন্দবাজার/এস.কে

আরও পড়ুনঃ  বিশ্বজয়ীদের ফুলের মালা দিয়ে বরণ

সংবাদটি শেয়ার করুন