ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার পরিস্থিতি আরও খারাপ হবে: বরিস জনসন

করোনা সংকট ভালো হওয়ার আগেই পরিস্থিতি আরও খারাপ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। যুক্তরাজ্যের প্রতিটি পরিবারকে চিঠি পাঠিয়ে সতর্কবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। ওই চিঠিতে এ কথা উল্লেখ করেন তিনি।

চিঠিতে বরিস জনসন লিখেছেন, করোনাভাইরাস সংকট ভাল হওয়ার আগেই পরিস্থিতি আরও খারাপ হবে। ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে প্রয়োজনে কঠোর বিধিনিষেধ আরোপ করা হতে পারে।

তিনি আরও লিখেছেন, শুরু থেকেই আমরা সঠিক সময়ে সঠিক ব্যবস্থা গ্রহণের চেষ্টা করেছি। বৈজ্ঞানিক ও চিকিৎসা পরামর্শে আমাদের কিছু করতে বললে, আমরা তা অবশ্যই করবো। আমরা জানি পরিস্থিতি ভাল হওয়ার আগে আরও খারাপের দিকে যাবে। তবে আমরা সঠিক প্রস্তুতি নিচ্ছি, এবং আমরা সবাই নিয়ম যত বেশি মেনে চলবো, তত কম জীবন হারাবো এবং ততো তাড়াতাড়ি জীবন স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে।

চিঠিতে বরিস জনসন মহামারিকে ‘জাতীয় জরুরি পরিস্থিতি’ হিসাবে উল্লেখ করে জাতীয় স্বাস্থ্য সেবা রক্ষা করতে এবং জীবন বাঁচাতে সবাইকে বাড়িতে থাকতে অনুরোধ করেছেন। এছাড়া তিনি চিকিৎসক, নার্স এবং স্বেচ্ছাসেবকদের কাজের প্রশংসা করেন।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন