বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র নভেল করোনা সংক্রান্ত মেডিকেল ইকুইপমেন্ট নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শনিবার (২৮ মার্চ) এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।
তিনি জানান, যুক্তরাষ্ট্র এসব ইকুইপমেন্ট আমাদের কাছ থেকে কিনে নিবে। এছাড়াও বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে আমাদের কাছে করোনা সংক্রান্ত সহযোগিতা চেয়েছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, করোনাভাইরাস সংক্রান্ত প্রায় ২৫ টি মেডিকেল ইকুইপমেন্ট যুক্তরাষ্ট্র আমাদের কাছ থেকে চেয়েছে। তাদের রাষ্ট্রদূত আমাদের কাছে এসেছেন এবং বার বার তাগিদ দিচ্ছেন কিভাবে এগুলো দেয়া যায়। আমরা তাদেরকে আমাদের ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছি। তারা এগুলো সরাসরি টাকা দিয়ে কিনে নিবে। এরপর এটা আমরা রপ্তানি করবো।
এছাড়া পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ইরান, সৌদি আরব, শ্রীলঙ্কা, ভুটান, নেপালসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী আমাকে ফোন করে অনুরোধ করেছে মেডিকেল ইকুইপমেন্টের জন্য।
আনন্দবাজার/শাহী